সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
বরিশালের নতুন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বরিশালের নতুন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান র‌্যাঙ্কিংয়ে এগোতে ক্যারিবীয় সিরিজে বাংলাদেশকে যা করতে হবে জুলাই সনদ স্বাক্ষরের আগে ভাঙচুর-আগুন, ৯০০ জনের বিরুদ্ধে মামলা ‘জুলাই সনদে স্বাক্ষরকারীরা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে’ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন যেসব নেতা জুলাই সনদ স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা জুলাই সনদের দিকনির্দেশনা ভবিষ্যৎ বাংলাদেশকে পরিচালনা করবে : আলী রীয়াজ গণঅভ্যুত্থানের ফসল ‘জুলাই সনদ’, নবজন্মের পথে বাংলাদেশ : ড. ইউনূস ক্যান্সার দূরে রাখার ৬ উপায়

বরিশালে শহীদ আসাদ দিবস পালিত

রিপোর্টারের নাম / ২০৫ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১

আসাদের চেতনা চির বহমান রক্তে থেকে রক্তে এমন শ্লোগান নিয়ে বিভাগীয় শহর বরিশালে ৬৯ এর গণ অভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের ৫২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল নয়টায় নগরীর অশি^নী কুমার টাউন হল চত্বরে আসাদ পরিষদ বরিশাল শাখার আয়োজনে একর্মসূচি পালিত হয়।

আসাদ পরিষদ বরিশাল শাখার সভাপতি ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহন করেন সাবেক বর্তমান ছাত্র নেতৃবৃন্দ।

এসময় বক্তব্য রাখেন সাবেক কৃষকলীগ সভাপতি ছাত্র নেতা খান আলতাফ হোসেন ভুলু, বরিশাল জেলা ওয়াকার্স পার্টি সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, শিক্ষক নেতা ও সাবেক ছাত্র নেতা অধ্যাপক মহসিন-উল –ইসলাম হাবুল,সাবেক বরিশাল সরকারী মহিলা কলেজ অধ্যক্ষ ও বরিশাল শিক্ষা বোর্ড সচিব অধ্যাক্ষ আব্দুল মোতালেব,গণ সংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আহবায়ক দেওয়ান আব্দুর রসিদ নিলু, জাসদ জেলা কমিটির সভাপতি এ্যাড, আঃ হাই মাহাবুব, গণফোরাম বরিশাল জেলা সভাপতি এ্যাড,হিরন কুমার দাস মিঠু,বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী ও আসাদ পরিষদ বরিশাল শাখার সাধারন সম্পাদক রতন চক্রবর্তী।

এছাড়া বক্তব্য রাখেন ছাত্রমৈত্রী,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট,ছাত্র ইউনিয়নের বিভিন্ন প্রর্যায়ের তরুন ছাত্র নেতৃবৃন্দ।

বক্তারা এসময় বলেন, আওয়ামীলীগ নেতা শেখ মুজিবুর রহমান স্বৈরাচারী আয়ূবখানের বাহিনীর হাতে গ্রেপপতারের পর ৬৯ এর গণ আন্দোলনে ঢাকা বিশ^বিদ্যালয়ের ল-বিভাগের শিক্ষার্থী আসাদ রাজপথে পুলিশের গুলিতে মৃত্যু হলে স্বৈরাচারী আয়ূব সরকারের দ্রুত পতন ঘটেছিল।

শুধু তাই নয় পরবর্তী সময়ে আসাদ হয়ে উঠেছিল সকল আন্দোন-সংগ্রামের উপমা। আসাদ চেয়েছিল স্বৈরাচারী মুক্ত শোষনহীন সমাজ।

কিন্তু স্বাধীনতার রজত জয়ন্তীর কাছে এসেও আজ পর্যন্ত শোষনহীন সমাজ থেকে স্বাধীনতা অর্জণ করার পরও বেড় হয়ে আসতে পারেনি বলেই আজও আমরা গণতন্ত্রহীন হয়ে বসবাস করছি।

এর পর্বে ৬৯’এর গণ অভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের প্রতিকৃর্তিতে আসাদ পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুলের শ্রদ্ধঞ্জলী প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর