বরিশাল বিসিকের ০৩ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন ৩য় ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন
জাকারিয়া আলম দিপুঃ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বা সংক্ষেপে বিসিক (BSCIC=Bangladesh Small and Cottage industries Corporation) বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্প বিকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
বরিশালে নতুন উদ্যোক্তাদের শিল্প বিষয়ক প্রশিক্ষণ এবং পরামর্শ দিয়ে যাচ্ছে বিসিক, বরিশাল।
ডিজিটাল বাংলাদেশ গড়তে দক্ষ উদ্যোক্তার বিকল্প নেই। দক্ষ উদ্যোক্তা তৈরির জন্য নিরলস চেষ্টা করছে বিসিক, বরিশাল। উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স নিয়মিত চালু রাখছে প্রতিষ্ঠানটি।
তারই ধারাবাহিকতায় বরিশাল নগরীর কাউনিয়া বিসিক এলাকায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে বিসিক বরিশাল । ৩০ হতে ৩১ ডিসেম্বর ২০১৯ খ্রিঃ অনুষ্ঠিত হয়ে গেলো উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ( শিল্প উদ্যোক্তা উন্নয়ন) কোর্স।
গত ২৯ ডিসেম্বর উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বিসিকের উপ-মহাব্যবস্থাপক (অঃ দাঃ) মোঃ জালিস মাহমুদ।
আজ ৩১ ডিসেম্বর ২০১০ খ্রিঃ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিক বরিশালের শিল্প নগরী কর্মকর্তা মোঃ খায়রুল বশার । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিসিকের উপ-মহাব্যবস্থাপক (অঃ দাঃ) মোঃ জালিস মাহমুদ।
০৩ দিন ব্যাপি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের কোর্স কো-অর্ডিনেটর ছিলেন বরিশাল বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মশিউর রহমান।
কোর্সটিতে ৩০ জন উদ্যোক্তাদের ক্ষুদ্র, কুটির ও মাঝারী শিল্পের উন্নয়ণ ও সম্প্রসারণমূলক আলোচনা করা হয়।