বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

ভোলার মেঘনায় চলন্ত ফেরিতে অগ্নিকান্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

রিপোর্টারের নাম / ১৩৮৮ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ১০ এপ্রিল, ২০২১

ভোলার মেঘনায় ফেরিতে আগুন লাগার ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত কুমার হাওলাদারকে আহ্বায়ক করে বৃহস্পতিবার বিকেলে এ তদন্ত কমিটি গঠন করা হয়। ভোলা জেলা প্রশাসক কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিটির বাকি সদস্যরা হলেন ভোলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন আল ফারুক, ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো: ফারুক হোসেন ও ভোলা বিআইডব্লিটিএ এর সহকারি পরিচালক মো: কামরুজ্জামান।

আগামী ৭ কার্যদিবসের মধ্যে এ তদন্ত কমিটিকে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

কমিটির আহ্বায়ক সুজিত কুমার হাওলাদার জানিয়েছেন, ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। সঠিক প্রক্রিয়ায় তদন্ত করে অগ্নিকা-ের প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট ফেরীঘাট থেকে ১৬টি পণ্যবাহী পরিবহন নিয়ে ভোলার উদ্দেশ্যে আসার পথে মাঝ নদীতে হঠাৎ করেই একটি গাড়িতে আগুন লেগে যায়।

এতে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ট্রাক, কাভার্ডভ্যান, মোটরসাইকেলসহ ১০টি মালবাহী পরিবহন পুড়ে যায়। এতে অন্তত ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে ব্যবসায়ী ও পরিবহন চালকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর