বাংলার ঐতিহ্য বাউল সঙ্গীত বাঁচিয়ে রাখার প্রত্যয়ে এগিয়ে আসুন এই স্লোগান নিয়ে আজ ৩১ জুলাই বুধবার দুপুর ১২ টায়। বরিশাল বিভাগীয় বাউল শিল্পী সংগঠনের আয়োজনে, অশ্বিনী কুমার হলে। বরিশাল বিভাগীয় বাউল শিল্পী সংগঠনের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বাউল উৎসব ২০১৯ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক ও উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সভাপতি বরিশাল বিভাগীয় বাউল শিল্পী সংগঠন, শহিদ সরকার। বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সুব্রত বিশ্বাস দাস, জেলা কালচারাল অফিসার জেলা শিল্পকলা একাডেমি বরিশাল, হাসান রশীদ মাকসুদ, প্রতিষ্ঠাতা বরিশাল বিভাগীয় বাউল শিল্পী সংগঠন, জামাল গাজী, সাধারন সম্পাদক বরিশাল বিভাগীয় বাউল শিল্পী সংগঠন, শাহাজালালসহ সংগঠনের সদস্য এবং বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে দিনভর অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বেলুন ফেস্টুন উড়িয়ে ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী শুভ উদ্বোধন করেন। পরে জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তলন করেন। অতিথিদের অংশগ্রহণে বাউলদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here