বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

যাত্রীর ৪ লাখ টাকা ফিরিয়ে দিলো পুলিশ

রিপোর্টারের নাম / ২৯২ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১

গাজীপুরের কালীগঞ্জে মোজাম্মেল হক (৪০) নামে এক সিএনজি চালিত অটোরিকশার যাত্রীর ফেলে যাওয়া চার লাখ টাকা উদ্ধারের পর ফিরিয়ে দিয়েছে কালীগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে ওই যাত্রীর হাতে টাকা তুলে দেওয়ার বিষয়টি সাংবাদিকদের জানান কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক।

 

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম মোল্লা বিপিএম জানান, গতকাল রোববার (১৭ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও গ্রামের মোজাম্মেল হক ডাচ-বাংলা ব্যাংক কালীগঞ্জ শাখা থেকে চার লাখ টাকা উত্তোলন করেন।

পরে সিএসজি চালিত অটোরিকশায় ঢাকা যাওয়ার উদ্দেশ‌্যে রওনা হয়ে উলুখোলা গিয়ে সিএনজি থেকে নেমে যায়। ওই সময় তিনি ভুলক্রমে টাকার ব্যাগটি সিএনজিতে ফেলে রেখে চলে যান। পরে ওই দিনই বিকেলে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে বাদীকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে পুলিশ। সন্ধ্যায় ওই টাকা উদ্ধার করে রাতে মোজাম্মেল হককে বুঝিয়ে দেয় পুলিশ।

যাত্রী মোজাম্মেল হক বলেন, ‘অটোরিকশায় ভুলক্রমে ফেলে যাওয়া টাকা পুলিশ উদ্ধার করে আমাকে ফেরত দিয়েছে। তাদেরকে অসংখ‌্য ধন‌্যবাদ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর