ভারতে ৫৮০ জনের শরীরে দেখা দিয়েছে করোনার টিকার পার্শ্বপ্রতিক্রীয়া
ভারতে শনিবার থেকে শুরু হয়েছে মহামারি করোনাভাইরাসের টিকা প্রয়োগ। সোমবার (১৮ জানুয়ারি) পর্যন্ত মোট ৩ লাখ ৮১ হাজার ৩০৫ জনের শরীরে প্রয়োগ করা হয়েছে সেরাম ইনস্টিটিউটের তৈরি এই টিকা। তার মধ্যে ৫৮০ জনের শরীরে দেখা দিয়েছে পার্শ্বপ্রতিক্রীয়া। এমনটাই জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের।
আশা জাগানিয়া খবর হচ্ছে এই প্রথম ভারতে সক্রিয় আক্রান্ত রোগীর সংখ্যা ২ শতাংশের নিচে নেমে এসেছে। বর্তমানে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা রোগীর সংখ্যা ২ লাখ ৮ হাজার ৮২৬ জন। যা মোট আক্রান্তের ১.৯৮ শতাংশ।
গেল ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১৩ হাজার ৯৬২ জন আক্রান্ত হয়েছে। তাতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫ লাখ ৭২ হাজার ৬৭২ জন। আর মারা গেছে ১৩২ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।
সবচেয়ে বেশি আক্রান্ত পাঁচটি রাজ্যের মধ্যে রয়েছে মহারাষ্ট্র (১৯ লাখ ৮৭ হাজার ৬৭৮), কর্ণাটক (৯ লাখ ৩১ হাজার ২৫২), অন্ধ্রপ্রদেশ (৮ লাখ ৮৫ হাজার ৮২৪), কেরালা (৮ লাখ ৪২ হাজার ৮৪৩) ও তালিমনাড়ু (৮ লাখ ৩০ হাজার ১৮৩)।