বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ার বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার

রিপোর্টারের নাম / ৮৬ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১

ইন্দোনেশিয়ার জাভা সমুদ্রে বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার হয়েছে। মঙ্গলবার এ কথা জানালেন দেশটির পরিবহণ মন্ত্রী বুদি কারিয়া সুমাদি।

 

 

 

বুদি কারিয়া সুমাদি বলেন, বিমানের ফ্লাইট ডেটা রেকর্ডার (এফডিআর বা ব্ল্যাকবক্স) খুঁজে পাওয়া গিয়েছে। উদ্ধার হওয়া এফডিআর থেকে জানার চেষ্টা চলছে ঘটনার দিন ঠিক কী হয়েছিল

 

 

 

বিমানটি ভেঙে পড়ার পর থেকেই অনুসন্ধান চালাচ্ছে উদ্ধারকারী দলের ৩৬০০ কর্মী, ১৩টি হেলিকপ্টার, ৫৪টি জাহাজ এবং ২০টি ছোট নৌকা। দু’দিন আগেই বিমানের কিছু ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে। মিলেছে যাত্রীদের বেশি কিছু জিনিসপত্রও।

 

 

 

গত ৯ জানুয়ারি জাকার্তা থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ৬২ জন যাত্রী নিয়ে জাভা সমুদ্রে ভেঙে পড়েছিল বোয়িং ৭৩৭-৫০০ বিমান। বিমানটি বোর্নিও দ্বীপে যাচ্ছিল। কিন্তু মাঝপথেই ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায়, সেটি জাভা সাগরে ভেঙে পড়েছে।বিমানে ৬২ আরোহীসহ ৬ ক্রু ছিলেন। এখনো নিখোঁজদের সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর