বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুব উদ্যোক্তা ঋণ বিতরণ
আজ ১০ জানুয়ারি রবিবার দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় আইসিটি সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে যুব উদ্যোক্তা ঋণ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল মোঃ আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল মুহাম্মদ শোয়েব ফারুক, বরিশাল সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবদুর রহমান সন্যামতসহ যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা, যুব উদ্যোক্তা ঋণ গ্রহীতারা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন পারে যুব উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল। এসময় ১২ জন যুব উদ্যোক্তাদের মাঝে ২১ লক্ষ টাকার ঋণ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে আরও ঋণ বিতরণ করা হবে।







