সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০২:৫৬ পূর্বাহ্ন

রাত পোহালে দল ঘোষণা, নতুন থাকছেন কারা?

রিপোর্টারের নাম / ১১২ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১

অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ৯ মাস পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলের বিবেচনায় থাকছেন পেসার মাশরাফি বিন মর্তুজা? সবার মুখে একটিই কৌতূহলি প্রশ্ন। জল্পনা-কল্পনার ফানুস চারিদিকে। কিন্তু নির্বাচকরা মুখ ফুটে কিছু বলছেন না। মাশরাফি ইস্যুতে যেন সবার মুখে তালা। কেউই পরিষ্কার করে বলছেন না, মাশরাফি ওয়ানডে স্কোয়াডে থাকবেন নাকি থাকবেন না।

শনিবার সঙ্গে আলাপে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু পরিষ্কার করে বলেননি যে, মাশরাফি প্রাথমিক দল কিংবা ওয়ানডের চূড়ান্ত স্কোয়াডে থাকবেন কি না। প্রশ্ন ছিল, প্রাথমিক দলের খবর কী? কবে নাগাদ তা প্রকাশিত হবে? সেই প্রাথমিক দলের বহর হবে কত জনের? সেখানে কি মাশরাফি আছেন?

মিনহাজুল আবেদিন নান্নু জানান, ‘আমরা প্রাথমিক দল চূড়ান্ত করে ফেলেছি।’ সে দলে কি মাশরাফি আছেন? এমন প্রশ্নের জবাবে নিরব নান্নু। উত্তরও দিলেন খানিক কূটনৈতিক ভাষায়। বলে উঠলেন, ‘দেখি কাল বলতে পারব।’

ধারণা করা হচ্ছে, হেড কোচ রাসেল ডোমিঙ্গো ও পেস বোলিং কোচ ওটিস গিবসনের মতামতটা খুব জরুরি। এর বাইরে ট্রেনার নিকোলাস ট্রেভরলির সঙ্গেও হয়তো কথা বলবেন নির্বাচকরা। আজ (শনিবার) সকালে রাজধানী পা রেখেছেন নিকোলাস।

মাশরাফি বিষয়ে ‘হ্যাঁ/না’ পরিষ্কার কিছু না বললেও, প্রধান নির্বাচক জানিয়েছেন প্রাথমিক দল হবে ২৪ জনের এবং সব কিছু ঠিক থাকলে আগামীকাল (রোববার) সে দল ঘোষণা।

ওয়ানডে স্কোয়াড কবে চূড়ান্ত করবেন? জানতে চাইলে প্রধান নির্বাচকের জবাব, ‘সম্ভবত ১৫-১৬ জানুয়ারি! অনুশীলন শুরুর পর জাতীয় দলের ঐ ২৪ ক্রিকেটার নিজেদের ভেতর ১৪ ও ১৬ তারিখ দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচটি পাখির চোখে পরখ করব। পরে ১৬ জানুয়ারির ম্যাচের দিন বিকেলে কিংবা অর্ধেক শেষেই হয়তো চূড়ান্ত হয়ে যাবে ওয়ানডে সিরিজের দল।’

আগেই জানা, দলে একদম আনকোরা নতুনের অন্তর্ভুক্তির সম্ভাবনা কম। তবে ২৪ জনের দলে কয়েকজন নতুন মুখ থাকার সম্ভাবনা আছে অনেক। প্রেসিডেন্টস কাপ ওয়ানডে আর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ভাল পারফর্ম করা কজন তরুণ সম্ভাবনাময় ক্রিকেটারের প্রাথমিক দলে থাকার সম্ভাবনা রয়েছে।

বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন, আগ্রাসী বাঁহাতি পেসার শরিফুল ইসলাম, ডানহাতি সুমন খান, শহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের দিকে চোখ আছে নির্বাচকদের। এসব তরুণরা প্রাথমিক দলে জায়গা পেয়ে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর