“মায়ের চেয়ে বড় কোন পীর নেই” বানারীপাড়ার মাহফিলে প্রধান বক্তা তানজীম
মায়ের চেয়ে বড় কোন পীর নেই। মাকে কেহ অবহেলা করবেন না তাহলে মহান আল্লাহতাআলাহও আপনাকে আমাকে অবহেলা করবে। যে অবহেলার লানত থেকে আমরা কেহ রেহাই পাবোনা।
বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের আহমদাবাদ বেতাল গ্রামের যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা ঢাকার শ্যামলী জামে মসজিদের খতিব ও চ্যানেল আই, ভিটিভি এবং জিটিভির ইসলামী আলোচক মোহাম্মদ রফিকুল ইসলাম তানজীম সাহেব উপরোক্ত কথা বলেন।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে কোরআনুল কারীম থেকে আলোচনা করেন, বায়তুল আকসা জামে মসজিদ কাউখালি পিরোজপুরের খতিব মাওলানা মোহাম্মদ মাহফুজুল হক হাসান।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলিয়াবাকপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউল হক মিন্টু।
সভাপতিত্ব করেন আহমদাবাদ বেতাল হোসাইনিয়া সিনিয়র আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হালিম মিঞা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরাজী বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম, রুহুল আমিন ফরাজী, সিদ্দিকুর রহমান ফরাজী, ইউপি সদস্য মো. মনির হোসেন, টিপু তালুকদার, মো. ইয়ার হোসেন, ছাত্রলীগ নেতা মনির হোসেন, রিফাত ফরাজী প্রমূখ।
মাহফিলে স্থানীয় শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ গ্রহন করেন।







