বরিশালে সরকারি শিশু পরিবারে শিশু পার্কের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান
২৮ ডিসেম্বর সোমবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসন বরিশাল এর সহযোগিতায় সরকারি শিশু পরিবারের আয়োজনে নগরীর আমতলা মোড় এলাকায় সরকারি শিশু পরিবার উত্তর ও দক্ষিণের কোমলমতি সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ছোট্ট পরিসরে কয়েকটি রাইট সমৃদ্ধ দুইটি শিশু পার্কের উদ্বোধন করার পাশাপাশি ৫শ শিশু, কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীর মাঝে শীতবস্ত্র (কম্বল) মাস্ক বিতরণ এবং নামাজের ঘরের জন্য কার্পেট বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
এ সময় জেলা প্রশাসক ছাড়াও জেলা আওয়ামী লীগ সহসভাপতি মো. হোসেন চৌধুরী, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় সাজ্জাদ পারভেজসহ শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারি এবং শিশু নিবাসীরা উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথি জেলা প্রশাসক ফিতা কেটে শিশু পার্কের উদ্বোধন করেন পরে শিশুদের মাঝে কম্বল মাস্ক এবং নামাজের ঘরের জন্য কার্পেট বিতরণ করেন।