বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন

পদ্মাসেতুর কারণে দারিদ্র্য ৫ শতাংশ কমবে : তাজুল ইসলাম

রিপোর্টারের নাম / ৮২ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

পদ্মাসেতু নির্মাণের ফলে দেশে ৫ শতাংশ দারিদ্র্য কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ‘বর্তমানে দেশে দারিদ্র্যের হার ২০ শতাংশ। আমরা আশা করছি, পদ্মাসেতু চালু হলে দারিদ্রের হার ৫ শতাংশ কমে যাবে।’

শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে মাদারীপুরের শিবচরে ৫০০ আসনবিশিষ্ট নূর ই আলম চৌধুরী অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মো. তাজুল ইসলাম বলেন, ‘অর্থনীতিবিদরা হিসাব করে বলছেন- পদ্মাসেতু নির্মাণের ফলে জিডিপির প্রবৃদ্ধি ১ শতাংশের অধিক বেড়ে যাবে। এর ফলে দারিদ্র্য কমে আসবে।’

এ সময় মন্ত্রী আরও বলেন, দেশে একশত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। চট্টগ্রামে বিশাল অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে, যেখানে ৩০ লাখ মানুষের কর্মসংস্থান হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি। শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাউদ্দিন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী ও আওয়ামীলীগ নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর