বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

বরগুনা জেলার নতুন এসপি জাহাঙ্গীর মল্লিক

রিপোর্টারের নাম / ২৮৩ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার নয়জনকে বদলি করেছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।

 

এরমধ্যে সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দ জান্নাত আরাকে কুড়িগ্রামের এসপি হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মীর মোদাসসের হোসেনকে রাঙামাটি, বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর মল্লিককে বরগুনায়, স্পেশাল ব্যাটেলিয়ন-১ এর মোহাম্মদ জাকারিয়াকে মৌলভীবাজারে,

 

পুলিশ সদরদপ্তরের এআইজি মোহাম্মদ জহিরুল ইসলামকে মাগুরা, পুলিশ সদরদপ্তরের এআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে ঠাকুরগাঁও, পুলিশ সদরদপ্তরের এআইজি আয়েশা সিদ্দিকাকে গোপালগঞ্জ, পুলিশ স্টাফ কলেজের মো. হাসান নাহিদ চৌধুরীকে শেরপুর ও খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম এম শাকিলউজ্জামানকে রাজবাড়ী জেলায় এসপি হিসেবে বদলি করা হয়েছে।

 

এছাড়া অন্য দুটি প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার আরও ১২জনকে বদলি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর