শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
বরিশালের নতুন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বরিশালের নতুন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান র‌্যাঙ্কিংয়ে এগোতে ক্যারিবীয় সিরিজে বাংলাদেশকে যা করতে হবে জুলাই সনদ স্বাক্ষরের আগে ভাঙচুর-আগুন, ৯০০ জনের বিরুদ্ধে মামলা ‘জুলাই সনদে স্বাক্ষরকারীরা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে’ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন যেসব নেতা জুলাই সনদ স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা জুলাই সনদের দিকনির্দেশনা ভবিষ্যৎ বাংলাদেশকে পরিচালনা করবে : আলী রীয়াজ গণঅভ্যুত্থানের ফসল ‘জুলাই সনদ’, নবজন্মের পথে বাংলাদেশ : ড. ইউনূস ক্যান্সার দূরে রাখার ৬ উপায়

নিজ দফতরের দুর্নীতির সংবাদ প্রকাশ করতে বললেন গণপূর্তমন্ত্রী

রিপোর্টারের নাম / ২৭৬ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ২২ জুন, ২০১৯

নিজ দফতরের অপরাধ ও দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশ করতে বলেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, ‘অনেকেই বলেন, তাদের বিরুদ্ধে যেন নিউজ না হয়, কিন্তু আমি উল্টোটা বলি। আমি ভিন্ন স্রোতে চলতে চাই। আমিসহ আমার অধীনস্থ ১২টি প্রতিষ্ঠান নিয়ে কিছু নিউজ না করলে, কোনও খবর তো পাবো না। আর অ্যাকশন নিতে হলে খবর পাওয়া দরকার।’ তবে মিথ্যা সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘এক সময় ঢাকার এফআর টাওয়ার নিয়ে তদন্ত শুরু করলাম। অনেকে পত্রিকায় লিখলেন, তদন্ত আলোর মুখ দেখবে না। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। সে তদন্ত, আলোর মুখ দেখেছে। ৬২ জন কর্মকর্তাকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দিয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘ঢাকায় বহুতল ভবনগুলোর বিরুদ্ধে অভিযোগ উঠলে আমরা অনুসন্ধান শুরু করে অবৈধভাবে গড়ে ওঠা এক হাজার ৮১৮টি বাড়ি পেয়েছি। এসব ভবনের মালিকরা ক্ষমতা, রাজনীতি ও অর্থের দিক দিয়ে ক্ষমতাবান।’

শ ম রেজাউল করিম বলেন, ‘আমি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলেছি, হোক তা মন্ত্রী বা সংসদ সদস্য বা আমার কোনও আত্মীয়র বাড়ি। একটা বাড়িকেও আমরা আইনের বাইরে রাখতে চাই না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাব মন্ত্রী বলেন, ‘বিজিএমইএ ভবন ভাঙার বিষয় টেন্ডার দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর