মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন

সপরিবার করোনায় আক্রান্ত জুয়েল আইচ

রিপোর্টারের নাম / ১০২ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

দেশের জনপ্রিয় জাদুশিল্পী জুয়েল আইচ সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তার স্ত্রী ও মেয়ে সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু জুয়েল আইচ এখনও হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার স্ত্রী বিপাশা আইচ।

তিনি বলেন, জুয়েল আইচকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছে।

গত ৪ নভেম্বর থেকে জ্বরে আক্রান্ত হন জুয়েল আইচ। জ্বরের মাত্রা ক্রমেই বাড়তে থাকায় ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে তিনি কোভিড-১৯ পরীক্ষা করান। সে রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ আসে।

পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে নেয়া হয়। জানা যায়, তার ফুসফুসও সংক্রমিত হয়েছে।

সেখান থেকে পরে তাকে আজ মঙ্গলবার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিপাশা আইচ তার স্বামীর জন্য দোয়া চেয়েছেন। তিনি জানান, জুয়েল আইচের জ্বর ও কাশি রয়েছে। শ্বাসকষ্ট না থাকলেও অক্সিজেন দেয়া হচ্ছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই জুয়েল আইচ ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর