মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

ঝালকাঠিতে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ

রিপোর্টারের নাম / ২৭০ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

ঝালকাঠি প্রতিনিধি ॥ ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে ঝালকাঠিতে হাজার-হাজার ধর্মপ্রাণ মুসুল্লি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

 

বৃহস্পতিবার সকাল ১০টায় ঝালকাঠি ঈদগাঁ মাঠে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন।

 

সমাবেশে বক্তব্য দেন, মাওলানা মুহম্মদ খলিলুর রহমান (নেছারাবাদী হুজুর), জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহআলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার প্রমুখ।

 

 

সমাবেশে বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্স সরকারের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন এবং অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এ ধরনের ঘটনার জন্য বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোরও আহ্বান জানান তারা।

 

 

সমাবেশ শেষে ঈদগাঁ মাঠ থেকে জমিয়াতুল মুছলিহীন এর আমীর মাওলানা মো. খলিলুর রহমান নেছারাবাদীর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদকাঠি মোড়ে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর