সর্বশেষ আপডেট
ঝালকাঠির ১৭২টি মন্দিরে চলছে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা
ঝালকাঠিতে নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে ১৭২টি মন্দিরে শুক্রবার সপ্তমী পুজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
মণ্ডপগুলোর নিকটস্থ নদী, পুকুর বা জলাশয়ে একটি কলাগাছকে বউ সাজিয়ে স্নান করানো হয়। তারপর শাড়ি পরিহিতা সেই গাছকে প্রতিমার এক প্রান্তে গনেশের পাশে স্থাপন করা হয়। এরপর ত্রিনয়না দেবীর তৃতীয় চক্ষুদান করা হয়।
নবপত্রিকা প্রবেশ ও স্থাপন শেষে দেবীর মহাসপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। এরপর দেওয়া হয় পূজার প্রথম অঞ্জলি।
এবছর দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং করোনা মহামারির কারণে পূজা মণ্ডপগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি অনেকটা কম ছিল।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর







