মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি’র পরিচিতি সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ২৬৩ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি’র নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর (শুক্রবার) বিকাল ৪টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আসিফ সিকদার মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সরদার মো. শাহ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর মেয়র আলহাজ্ব মো. লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমীন খান সুরুজ। বক্তারা বলেন, হলুদ ও অপসাংবাদিকতা বর্জন, সাংবাদিকদের মধে ঐক্য গঠনে আসিফ মানিক ও মিজানুর রহমানের নেতৃত্বে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি।

নবগঠিত কমিটির সদস্যদের সভাপতি আসিফ সিকদার মানিক অতিথিদের সামনে পরিচয় করিয়ে দেন।

কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি সত্যবান সেন গুপ্ত, সহসভাপতি মো. মনির হোসেন (ব্লগার), সহসভাপতি এসএম জালাল শাহ (ব্লগার), সাধারণ সম্পাদক এজিএম মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান (প্র:শি:), যুগ্ম সম্পাদক মো: তরিকুল ইসলাম তানিম, সাংগঠনিক সম্পাদক মো: রিয়াজ হোসেন খান অশ্রু, কোষাধ্যক্ষ মো: আলমগীর হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ফরাজী, আইন বিষয়ক সম্পাক অ্যাড. ফয়সাল খান, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল বাবুল, তথ্য ও প্রচার সম্পাদক মো: আজগর আলী মল্লিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আলমগীর হোসেন (শিক্ষক), সাংবাদিক কল্যাণ সম্পাদক একেএম মঞ্জুরুল হক, আইটি সম্পাদক ইমাম হোসেন বিমান, নির্বাহী সদস্য অ্যাড. শামীম জাহাঙ্গীর, নির্বাহী সদস্য সাদেকুর রহমান, সদস্য মো: আজমীর হোসেন তালুকদার, এসএম শামীম, মো: নজরুল ইসলাম লিট‍ু, সিহাব উদ্দিন মু. রিয়াজ, সাইদুল ইসলাম বাবু, মো. কামাল হোসেন, মো: মিলন সরদার, সুমন সমাদ্দার, খন্দকার সুমন, মো: আল আমিন ও অমিত কুমার কংস বনিক (অপু)।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মো: রিয়াজ হোসেন খান অশ্রু। উল্লেখ্য, গত ১৬ অক্টোবর ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির ত্রি-বার্ষিক সম্মেলন ঝালকাঠি কলেজ মোড় মল্লিক সিন্ডিকেটের হলরুমে অনুষ্ঠিত হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর