সর্বশেষ আপডেট
দুর্নীতির অভিযোগে দক্ষিণ আফ্রিকার উপ-পুলিশ কমিশনার গ্রেফতার
দক্ষিণ আফ্রিকার জাতীয় উপ-পুলিশ কমিশনারকে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতির দায়ে মহিলা উপ-পুলিশ কমিশনারকে গ্রেফতার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। রোববার রাতে নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গোয়েন্দা সংস্থা সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, পুলিশ ডিপার্টমেন্টের নিরাপত্তা সরঞ্জাম ক্রয়ের সময় ১৯১ মিলিয়ন রেন্ডের অতিরিক্ত টেন্ডার দেখিয়ে প্রাথমিকভাবে ৬৫ মিলিয়ন রেন্ড উত্তোলন করে।
পরবর্তীতে বিষয়টি ডিরেক্টর ফর পাইওরিটি ক্রাইম ইনভেস্টিগেশনের (ডিপিসিআই) তদন্তে ধরা পড়ে এবং প্রাথমিকভাবে দুর্নীতি প্রমাণ হওয়ায় ওই মহিলা কমিশনারকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া ওই পুলিশ কমিশনারের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর