বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
বরিশালের নতুন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বরিশালের নতুন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান র‌্যাঙ্কিংয়ে এগোতে ক্যারিবীয় সিরিজে বাংলাদেশকে যা করতে হবে জুলাই সনদ স্বাক্ষরের আগে ভাঙচুর-আগুন, ৯০০ জনের বিরুদ্ধে মামলা ‘জুলাই সনদে স্বাক্ষরকারীরা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে’ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন যেসব নেতা জুলাই সনদ স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা জুলাই সনদের দিকনির্দেশনা ভবিষ্যৎ বাংলাদেশকে পরিচালনা করবে : আলী রীয়াজ গণঅভ্যুত্থানের ফসল ‘জুলাই সনদ’, নবজন্মের পথে বাংলাদেশ : ড. ইউনূস ক্যান্সার দূরে রাখার ৬ উপায়

ক্ষমতায়ন ও বিচারহীনতা ধর্ষণে উৎসাহিত করছে-ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন

রিপোর্টারের নাম / ১৮৭ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

দেশে অব্যাহত ধর্ষণ,নারী সহিংসতা এবং ধর্ষকদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তির দাবিতে বরিশালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। টাউন হল চত্বরে বিক্ষোভ পূর্ব সমাবেশে ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম সভাপতির বক্তব্যে বলেন সারাদেশে অপরাধের মহোৎসব চলছে। ক্যাম্পাসগুলো ক্ষমতাসীনদের ক্ষমতায়নে অপরাধের আবাসস্থলে পরিণত হয়েছে।
ধর্ষণ নারী সহিংসতা জেকে বসেছে মহামারীর ন্যায়। বাংলাদেশের গত ৬ বছরে ৫৪২২ জন মা বোন ধর্ষিত হয়েছে, যার ২৩০২ জনই ২০১৯-২০২০ সালে। আইনে ধর্ষণ মামলার বিচার ১৮০ দিনের মধ্যে হওয়ার কথা থাকলেও উল্লেখযোগ্য পরিমাণ বিচার দেশবাসীর কাছে দৃষ্টিগোচর হয়নি।এহেন বিচারহীনতা ও ক্ষমতায়ন ধর্ষকদের শুধু উৎসাহই দিচ্ছে না বরং সকল অপরাধীর হাতকে মজবুত করছে।
তিনি আরো বলেন সিলেট এমসি কলেজে ছাত্রলীগ শুধু মাত্র নব নববধূর ইজ্জতকে কলঙ্কিত করেননি তারা বাংলাদেশকে কলঙ্কিত করেছে। তাই এমন আর কোন ঘটনা ঘটার আগেই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে।
বিক্ষোভ পূর্ব সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ-বরিশাল মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ লুৎফর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন বর্তমান রাষ্ট্রের বিচার ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে।ক্ষমতার ছত্রছায়ায় বেরিয়ে যাচ্ছে রাঘব বোয়াল আসামী। আজ কোথায় কুমিল্লার তনু হত্যার বিচার? মেজর সিনহা হত্যার বিচারে এতো গড়িমসি কেন? জাতি জানতে চায়। তিনি আরো বলেন বিচারহীনতার অভাবে দিনদিন নারী সহিংসতার হার বেড়েই চলছে। জনতা যদি এখনই রুখে না দাঁড়ায় তাহলে ভবিষ্যতে চরম খেসারত গুনতে হবে।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইব্রাহীম খানের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন শাখার সহ-সভাপতি মুহাম্মাদ সালমান ফারসী,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মুহাম্মাদ ইয়াকুব সিয়াম,দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম শাকিল,বিশ্ববিদ্যালয় সম্পাদক তানভীর আহাম্মেদ শোভন, কওমী মাদ্রাসা সম্পাদক রবিউল ইসলাম,স্কুল সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম,ছাত্র কল্যাণ সম্পাদক তৈবুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাজমুল ইসলাম সুজন,সদস্য মু. আলমগীর হোসাইন এবং থানা ও ক্যাম্পাস নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল জজকোর্ট, চকবাজার ও লাইন রোড এলাকা প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর