বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

মঠবাড়িয়ায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

রিপোর্টারের নাম / ২৬৮ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী বাজারের ব্রিজের উত্তর পাশে বৃহস্পতিবার রাতে মানসিক ভারসম্যহীন নারী (পাগলী) একটি ফুটফুটে পুত্র সন্তান প্রসব করেছে। কিন্তু শিশু সন্তানটির বাবার পরিচয় জানা যায়নি। ফলে এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

 

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, হিন্দু সম্প্রদায়ের ওই মানসিক রোগী নারী গত দুই দিন আগে মিরুখালী বাজারে আসেন। অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। একবার বলেন তার স্বামীর নাম পরিমল, আবার বলে শিবু শিশুর বাবা, পিংকুর বাবা। স্থানীয় লোকজন পাগলীর সন্তান প্রসবে সহযোগিতা করেছেন। শিশুটির বাবার পরিচয় শনাক্ত করা যায়নি।

 

 

মঠবাড়িয়া থানা ওসি (তদন্ত) আব্দুল হক জানান, খবর পেয়ে পুলিশ রাত ১০ টার দিকে ওই পাগলী ও তার নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেপ্লক্সে ভর্তি করে। বর্তমানে মা ও শিশুটি সুস্থ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর