বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

কাবাডিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চাইলেন নতুন সভাপতি

রিপোর্টারের নাম / ২৮১ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারির স্থলাভিষিক্ত হলেন।

সভাপতি মনোনীত হওয়ার পরদিনই চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা করেছেন। সোমবার বিকালে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ অফিসে কার্যনির্বাহী পরিষদের সভায় নতুন সভাপতি আব্দুল্লাহ আল মামুন কাবাডির উন্নয়নে সবার সহযোগিতা চেয়েছেন।

নতুন সভাপতি আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, ‘কাবাডি আমাদের জাতীয় খেলা। আমরা চাই দেশের সকল জেলায় কাবাডি নতুন করে জেগে উঠুক। সে লক্ষ্যে আমরা ফেডারেশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালাবো, প্রয়োজনীয় সব উদ্যোগ নেয়া হবে। তবে শুধু ফেডারেশনের উদ্যোগেই সর্বোচ্চ সফলতা পাওয়া যাবে না, সকলের সহযোগিতা প্রয়োজন। আশা করি দেশের কাবাডিকে এগিয়ে নিতে সবাই আমাদের পাশে থাকবেন।’

নির্বাহী কমিটির সভায় করোনাভাইরাসের মধ্যে সারাদেশের কাবাডি খেলোয়াড়দের নিজেদের মতো করে প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে এবং দেশের কাবাডির মানোন্নয়ণে ফেডারেশনের উদ্যোগে স্বল্প সময়ের মধ্যে নতুন কোচেস কোর্স ও নতুন রেফারি প্রশিক্ষণ কোর্স আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর