বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন

বিয়ে না দেয়ায় মা-বাবার সাথে অভিমানে স্বেচ্ছাসেবক লীগ নেতার আত্মহত্যা

রিপোর্টারের নাম / ১৪৭ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১৪ জুন, ২০১৯

অনলাইন ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলায় মনিরুল ইসলাম মনির (২২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নিজ শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মনিরুল ইসলাম মনির উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম বুধবার রাতের কোনো এক সময় নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হয়। এ সময় তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মনিরুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।

শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গফুর বলেন, মনিরুল ইসলাম তার পছন্দের মেয়েকে বিয়ে করানোর জন্য মা-বাবার নিকট দাবি করে। কিন্তু মা-বাবা সেই বিয়েতে রাজি হয়নি।

এ কারণে মা-বাবার ওপর অভিমান করে মনিরুল ইসলাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর