বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

ভোলায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

রিপোর্টারের নাম / ৩২৭ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. ফখরুল ইসলাম মামুন হাওলাদারের বিরুদ্ধে বিয়ের প্রলাভেন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযাগে গতকাল রাতে ভোলা সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

ধর্ষণের শিকার ওই কিশোরী নিজে বাদী হয়ে মামুনকে আসামি করে এই মামলা দায়ের করেন। মামলা নম্বর-০৬। অভিযুক্ত ফখরুল ইসলাম মামুন ভেদুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের রফিক হাওলাদার ছেলে বলে জানায় পুলিশ।

 

 

মামলা সূত্রে জানা যায়, গত তিন মাস ধরে ফখরুল ইসলাম মামুনের সাথে কিশোরীর প্রেমের সম্পর্ক চলে আসছে। এরই মধ্যে মামুন কিশোরীকে বিয়ের আশ্বাস দিয়ে জোরপূর্বক কয়েকবার ধর্ষণ করে।

 

গত দুই তিন দিন আগে কিশোরী মামুনের এলাকায় তার খালার বাসায় বেড়াতে আসে। এই সুযোগে মামুন মঙ্গলবার দিবাগত রাতে দেখা করার কথা বলে ওই বাসায় এসে আবারও ধর্ষণ করে। বিষয়টি কিশোরীর খালা টের পেলে মামুন দৌঁড়ে পালিয়ে যায়।

 

 

পরে বুধবার সকালে কিশোরী বিয়ের দাবীতে মামুনের বাসায় গেলে মামুনের বোন ও পরিবারের লোকজন তাকে মারধর করে বের করে দেয়। বিষয়টি নিয়ে স্থানীয়রা মামুনের পক্ষ নিয়ে মিমাংসার চেষ্টা করলে তারা থানার দারস্থ হন।

 

 

এদিকে মামলার হওয়ার পর অভিযুক্ত ধর্ষক পলাতক রয়েছে বলে জানা যায়।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, মামলায় শুধুমাত্র মামুনকে আসামি করা হয়েছে। আমরা তাকে আটকের চেষ্টা চালাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর