শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
বরিশালের নতুন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বরিশালের নতুন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান র‌্যাঙ্কিংয়ে এগোতে ক্যারিবীয় সিরিজে বাংলাদেশকে যা করতে হবে জুলাই সনদ স্বাক্ষরের আগে ভাঙচুর-আগুন, ৯০০ জনের বিরুদ্ধে মামলা ‘জুলাই সনদে স্বাক্ষরকারীরা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে’ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন যেসব নেতা জুলাই সনদ স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা জুলাই সনদের দিকনির্দেশনা ভবিষ্যৎ বাংলাদেশকে পরিচালনা করবে : আলী রীয়াজ গণঅভ্যুত্থানের ফসল ‘জুলাই সনদ’, নবজন্মের পথে বাংলাদেশ : ড. ইউনূস ক্যান্সার দূরে রাখার ৬ উপায়

পটুয়াখালী-৩ আসনের এমপি শাহজাদা সপরিবারে করোনায় আক্রান্ত

রিপোর্টারের নাম / ২৫৮ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৯ আগস্ট, ২০২০

সংসদীয় আসন-১১৩ (গলাচিপা-দশমিনা) পটুয়াখালী-৩ আসনের এমপি এস.এম শাহজাদা সাজু স্ব পরিবারে করোনা আক্রান্ত হয়েছেন। তিনি তার ফেসবুক আইডিতে পোষ্ট করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। পাঠকদের সুবিধার্থে তার স্টাটাসটি হুবহু তুলে ধরা হলো, প্রিয় এলাকাবাসী, আছ্সালামুআলাইকুম। আমি এবং আমার পরিবারের (ঢাকার) প্রায় সকল সদস্যই করোনায় (কোভিভ-১৯) আক্রান্ত। আমাদের খুব একটা জটিলতা নেই। দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের দ্রুত সুস্থতা দান করেন। প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করেন এমপি মহোদয়ের পিএস আলমগীর হোসেন। তিনি বলেন, তার পরিবারের সকলেই করোনা আক্রান্ত। আজ (১৯আগস্ট) সকালে সকলের রিপোর্ট পজেটিভ এসেছে।

তিনি এমপি মহোদয় ও তার পরিবারের সকলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি আরও বলেন, করোনাকালীন সময়ে পটুয়াখালী-৩ আসনের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় মানুষের সহায়তার পাশাপাশি জনগণকে সচেতন করতে এমপি এস.এম শাহজাদা সাজু ছুটে বেড়িয়েছেন। জনগণের সাথে কাজ করতে গিয়ে তিনি আজ নিজেই স্ব-পরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হন। উল্লেখ্য, এমপি শাহজাদা সাজুর পরিবারে মোট সদস্য সংখ্যা ৫ জন। তিনি ও তার স্ত্রী এবং ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে। তারা সবাই বাসায় হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা গ্রহন করছেন। এদিকে গলাচিপা-দশমিনাবাসী, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনগন সংসদ সদস্য ও তার পরিবারের করোনা ভাইরাস আক্রমনের খবর শুনে ভেঙ্গে পড়েছেন এবং তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে তাদের মাঝে ফিরে আসতে পারেন তার জন্য মহান আল্লাহ্র দরবারে প্রার্থনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর