সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
বরিশালের নতুন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বরিশালের নতুন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান র‌্যাঙ্কিংয়ে এগোতে ক্যারিবীয় সিরিজে বাংলাদেশকে যা করতে হবে জুলাই সনদ স্বাক্ষরের আগে ভাঙচুর-আগুন, ৯০০ জনের বিরুদ্ধে মামলা ‘জুলাই সনদে স্বাক্ষরকারীরা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে’ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন যেসব নেতা জুলাই সনদ স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা জুলাই সনদের দিকনির্দেশনা ভবিষ্যৎ বাংলাদেশকে পরিচালনা করবে : আলী রীয়াজ গণঅভ্যুত্থানের ফসল ‘জুলাই সনদ’, নবজন্মের পথে বাংলাদেশ : ড. ইউনূস ক্যান্সার দূরে রাখার ৬ উপায়

বরিশাল নৌবন্দরে বাদিং করা সুরভীর উপর পারাবত আছড়ে পড়ায় সুরভীর ব্যাপক ক্ষতি

রিপোর্টারের নাম / ২৩৩ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
????????????????????????????????????

শামীম আহমেদ ॥ বরিশাল নৌ-বন্দরে বাদিং করা বরিশালগামী সুরভী (৮) যাত্রীবাহি লঞ্চের উপর পারাবত লঞ্চের আঘাতে ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে।

 

 

দীর্ঘদিন যাবত বরিশাল-ঢাকা নৌপথে পারাবত লঞ্চ কোম্পানী একক আধিপত্য বিস্তার করে প্রায় সময় মাঝ নদীতে অন্যতায় পল্টুনে বাদিং করা থাকায় অবস্থার পরও বিভিন্ন লঞ্চের উপর ইচ্ছাকৃত আচড়ে পড়ে তাদের ব্যাপক ক্ষতিসাধিত করে আসছে।

 

 

সোমবার রাতে ঢাকা ঘাট থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা ক্রিসন্ট শিপিং লাইনস কোঃ এর সুরভী (৮) আজ মঙ্গলবার সকাল ৫টায় বরিশাল রেনৗবন্দরে বাদিং করে থাকা অবস্থা সকাল সাড়ে ৫টার দিকে মেসার্স রাবেয়া শিপিং কোঃ,এর পারাবত (১২) ইচ্ছাকৃতভাবে তাদের বাদিং করার জায়গা থাকার পরও সুরভী বামদিক থেকে ঢুকে সুরভীর দোতলার টেকসিন,রেলিং ভেঙ্গে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত করেছে বলে অভিযোগ করেন সুরভী লঞ্চের ড্রাইভার সিরাজুল ইসলাম।

 

 

তিনি আরো জানান, এঘটনায় বরিশাল নৌবন্দরে অভিযোগ দেয়ার পর বিআইডব্লিউটি কর্তৃপক্ষ পরিদর্শন করে গেছে তারাই এব্যাপারে কি ব্যবস্থা গ্রহন তা মালিক পক্ষ দেখবে।

 

 

এছাড়া কয়েকদিন আগে এই সুরভী (৮)কে পারাবত (৯) ঢাকা ঘাটে বসে একইভাবে ইচ্ছাকৃর্তভাবে আঘাত প্রায় ৩লক্ষাধিক টাকার ক্ষতি করেছে।

 

 

বরিশাল ঘাটে বাদিং করা বিভিন্ন ঢাকাগামী লঞ্চের স্টাফরা নাম প্রকাশ্যে অনেচ্ছুক শর্তে বলেন পারাবত লঞ্চ মালিকপক্ষ বর্তমানে খুব প্রভাবশালী হওয়ার কারনে তার মালিকানা লঞ্চগুলো প্রায় সময় গভীর মেঘনার মাঝ নদীতে ইচ্ছাকৃতভাবে অপর যাত্রীবাহি লঞ্চের উপর আচড়ে পড়ে বিভিন্ন বড় ধরনের দূর্ঘটনার চেষ্টা করে।

 

 

এব্যাপারে বিভিন্ন সময়ে অভিযোগ করে কোন ফলাফল পাওয়া যায়না। অণ্যদিকে দূর্ঘটনায় সাধারন যাত্রীদের জীবন চলে যায়।

 

অন্যদিকে যে লঞ্চের ক্ষতি হয় সেই মালিক ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়। এবিষয়ে বরিশাল বিআইডব্লিউটি’এ উপ-পরিচালক আজমুল হুদা মিঠুর কাছে কয়েকবার কল করা হলে তিনি রিসিভ না করায় আজ ঘটনায় কি ব্যবস্থ গ্রহন সে ব্যাপারে কিছুই জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর