বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

করোনা চিকিৎসাসেবা সহায়তায় বরিশাল বিভাগের ৬ টি জেলায় ১৪ টি হাই ফ্লো ন্যাসাল ক্যানোলা ও ১ টি এ্যাম্বুলেন্স হস্তান্তর

রিপোর্টারের নাম / ২৪৪ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১০ আগস্ট, ২০২০

মোঃ শাহাজাদা হিরা:: ৯ আগস্ট রবিবার সকাল ১০ টার দিকে বিভাগীয় প্রশাসন বরিশাল এর আয়োজনে বিভাগীয় কমিশনার এর কার্যালয় বরিশালে করোনা চিকিৎসাসেবা সহায়তায় বরিশাল বিভাগীয় ৬ টি জেলায় ১৪ টি হাই ফ্লো ন্যাসাল ক্যানোলা ও বরগুনা জেলায় ১ টি এ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে সংযুক্ত ছিলেন ড. আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা। বরিশাল প্রান্তে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুলতান আহমেদ, সচিব, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, ঢাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অমিতাভ সরকার, বিভাগীয় কমিশনার, বরিশাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) বরিশাল আব্দুল রাজ্জাক, জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমানসহ ৫ জেলার জেলা প্রশাসক বৃন্দ, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডাঃ বাসুদেব কুমার দাস, পরিচালক শেবাচিম হাসপাতাল ডাঃ বাকির হোসেন, ৬ জেলার সিভিল সার্জনসহ আরো অনেকে। এ সময় বরিশাল বিভাগের ৬ জেলায় ১৪ টি হাই ফ্লো ন্যাসাল ক্যানোলা ও বরগুনা জেলায় ১ টি এ্যাম্বুলেন্স হস্তান্তর করেন প্রধান অতিথি ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এর পক্ষে সুলতান আহমেদ, সচিব, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ঢাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর