বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:২২ অপরাহ্ন

অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান অত্যন্ত কঠোর: ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম / ৯৭ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ৯ আগস্ট, ২০২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক পরিচয় কোনো অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না, ইতোমধ্যেই শেখ হাসিনা তা প্রমাণ করেছেন। রবিবার ( ৯ আগস্ট) সকালে গোপালগঞ্জ সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত মতবিনিময় সভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুক্ত হন। শেখ হাসিনা সরকার জনগণের মনের ভাষা বোঝে বলেই, যেকোনো বিষয়ে দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ করে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘যেকোনো অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান অত্যন্ত কঠোর এবং তা এরই মধ্যে প্রমাণিত।’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘ক্যাসিনো-বিরোধী অভিযান, স্বাস্থ্য খাতে জেকেজি, রিজেন্ট গ্রুপের বিরুদ্ধে চলমান অভিযান, চালানোর আগে সরকারকে কেউ বলে দেয়নি। শেখ হাসিনা সরকার নিজেই এসব অনিয়ম উদঘাটন করেছেন, কোনো ধরনের ধামাচাপা দেওয়ার চেষ্টা করেনি।’

যারা সরকারের সমালোচনা করছে, তাঁদের বিরুদ্ধে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তাঁদের আমলে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তাঁরা কী ব্যবস্থা নিয়েছিলেন?’

দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন, আর দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই তাদের সফলতা। বিএনপি দলীয় গঠনতন্ত্র থেকে সাত ধারা বাতিল করে, দুর্নীতিবাজদের দলীয় নেতৃত্বে গণতান্ত্রিক স্বীকৃতি দিয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

শেখ হাসিনা সরকার প্রতিটি হত্যাকাণ্ডের বিচারে সোচ্চার থেকেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অপরাধীকে দলীয় পরিচয়ে বাঁচানোর চেষ্টা করা হয়নি, অপরাধী যে দলেরই হোক, বিচারের আওতায় আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর