সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
বরিশালের নতুন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বরিশালের নতুন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান র‌্যাঙ্কিংয়ে এগোতে ক্যারিবীয় সিরিজে বাংলাদেশকে যা করতে হবে জুলাই সনদ স্বাক্ষরের আগে ভাঙচুর-আগুন, ৯০০ জনের বিরুদ্ধে মামলা ‘জুলাই সনদে স্বাক্ষরকারীরা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে’ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন যেসব নেতা জুলাই সনদ স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা জুলাই সনদের দিকনির্দেশনা ভবিষ্যৎ বাংলাদেশকে পরিচালনা করবে : আলী রীয়াজ গণঅভ্যুত্থানের ফসল ‘জুলাই সনদ’, নবজন্মের পথে বাংলাদেশ : ড. ইউনূস ক্যান্সার দূরে রাখার ৬ উপায়

বরিশালে পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা ও ভার্চুয়াল মতবিনিময়

রিপোর্টারের নাম / ১৫৯ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৫ জুলাই, ২০২০

প্রথমবারের মতো বরিশালে সমন্বিত পানি পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা ও ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পানি আইন-২০১৩ এবং বাংলাদেশ পানি বিধিমালা-২০১৮ বাস্তবায়ন বিষয়ক ওই কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান রিসোর্স পার্সন হিসেবে অনলাইনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মশালা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন পানিসম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. দেলওয়ার হোসেন।
ওই কর্মশালা ও মতবিনিময় সভায় অতিথিদের মধ্যে আরও বক্তব্য রাখেন পানিসম্পদ পরিকল্পনা সংস্থার পরিচালক (পরিকল্পনা) যুগ্ম-সচিব বদরুন নাহার, পরিচালক (কারিগরি) তৌফিকুল ইসলাম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা রেজাউল করিম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হারুনুর রশিদ, বরিশালের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম ও বরিশাল পুলিশ সুপার সাইফুল ইসলাম।
কর্মশালার প্রধান রিসোর্স পার্সন হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেন, “দেশের পানিসম্পদের সুরক্ষা, সুষম ব্যবহার, দূষণ রোধ, জলস্রোতের স্বাভাবিক প্রবাহ নিশ্চিতকরণের লক্ষ্যে পানি আইন-২০১৩ এবং পানি বিধিমালা-২০১৮ বাস্তবায়নের জন্য একযোগে কাজ করতে হবে। তাহলেই পানিসম্পদের সুফল পাবে দেশের জনগণ। এজন্য প্রতিটি জেলার সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটিকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।” কর্মশালায় পানিসম্পদ পরিকল্পনা সংস্থার পক্ষ থেকে জেলা, উপজেলা ও ইউনিয়নে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির গাইডলাইন উপস্থাপন করা হয়।
উল্লেখ্য, পানিসম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক (ডিজি) হিসেবে গত ২৫ জুন দায়িত্ব গ্রহণের পরে দেশে প্রথমবারের মতো বরিশালে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা ও ভার্চুয়াল মতবিনিময় সভার আয়োজন করেন বাবুগঞ্জ উপজেলার কৃতি সন্তান অতিরিক্ত সচিব মো. দেলওয়ার হোসেন। দেশে প্রথম এ ধরনের একটি অনুষ্ঠানে পানিসম্পদ সংশ্লিষ্ট সকল দপ্তর
প্রধান ও রিসোর্স পার্সনদের অনলাইনের মাধ্যমে যুক্ত করায় ভূয়সী প্রশংসা করে তাকে ধন্যবাদ জানান অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার। এর আগে দেলওয়ার হোসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থাকাকালে দেশের সুবিধাবঞ্চিত, ঝরে পড়া ও প্রতিবন্ধী শিশুদের জন্য বরিশালসহ বিভিন্ন জেলায় শতাধিক আনন্দ স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে সর্বত্র আলোচিত ও প্রশংসিত হয়েছিলেন। #

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর