শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
বরিশালের নতুন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বরিশালের নতুন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান র‌্যাঙ্কিংয়ে এগোতে ক্যারিবীয় সিরিজে বাংলাদেশকে যা করতে হবে জুলাই সনদ স্বাক্ষরের আগে ভাঙচুর-আগুন, ৯০০ জনের বিরুদ্ধে মামলা ‘জুলাই সনদে স্বাক্ষরকারীরা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে’ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন যেসব নেতা জুলাই সনদ স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা জুলাই সনদের দিকনির্দেশনা ভবিষ্যৎ বাংলাদেশকে পরিচালনা করবে : আলী রীয়াজ গণঅভ্যুত্থানের ফসল ‘জুলাই সনদ’, নবজন্মের পথে বাংলাদেশ : ড. ইউনূস ক্যান্সার দূরে রাখার ৬ উপায়

লড়াই করে হারল টাইগাররা

রিপোর্টারের নাম / ৩৪৪ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৫ জুন, ২০১৯

ইশ্ ধ্বনিতে শুরু। ইশ ধ্বনিতেই শেষ হওয়া এক ম্যাচ। মুশফিকের রান আউট যেমন ইশ ধ্বনিতে ভক্তদের মাথায় হাত উঠেছে। মুশফিকের মিস করা রান আউটের সুযোগও মাথায় হাত তুলেছে। স্লগ ওভারে উইকেটের সুযোগ তৈরি করেও উইকেট নিতে না পারা আফসোস জাগিয়েছে। বুকে দুরো দুরো ভাব উঠেছে। প্রার্থনায় উঠেছে হাত।পুরো ম্যাচে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। কিন্তু ২০১৫ বিশ্বকাপের মতো আবারও নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজিত দলে টাইগাররা। এবার ব্যবধান মাত্র দুই উইকেটের।

বুধবার ওভালের নতুন উইকেটে টসই ব্যবধান গড়ে দেবে ধারণা করা হয়েছিল। মাশরাফিও বলেন, টস জিতলে বল নিতেন। তবে ব্যাট করার ভয় কিউই বলাররা শুরুতে ধরাতে পারেননি। তামিম ইকবাল এবং সৌম্য সরকার ভালো শুরু করেন। দু’জনে তুলে ফেলেন ৪৫ রান। এরপর সৌম্য ২৫ এবং তামিম একটু বাদেই ২৪ করে চাপ বাড়িয়ে ফিরে যান। ভুল খেলে আউট হন তারা।

দলের ১১৫ রানে মুশফিক ভুল বোঝাবুঝির কারণে রান আউটে কাটা পড়লে চূড়ান্ত চাপ জেকে বসে টাইগার ব্যাটসম্যানদের ঘাড়ে। সাকিব ৬৪ রান করেও সেই চাপ ঠিক কমিয়ে ফিরতে পারেননি। পরে মোহাম্মদ মিঠুন ২৬, মাহমুদুল্লাহরা সেট হয়ে ২০ রান করে ফিরে যান। শেষে সাইফউদ্দিন ২৯রান করেন বিধায় ২৪৪ রান তোলে অলআউট হয় বাংলাদেশ।

টাইগারদের সংগ্রহ মন মতো হয়নি। তা বলারও অপেক্ষা রাখে না। ওই সংগ্রহ নিয়ে জিততে গেলে বোলারদের দারুণ কিছু করতে হতো। কিন্তু ঝড়ো শুরু করে কিউরা চাপ বাড়ায় মাশরাফিদের ওপর। সেই চাপ কমান  সাকিব আল হাসান এসে। তিনি দুই ওপেনার মার্টিন গাপটিল এবং কলিন মুনরোকে ফেরান। পরেই কিউই অধিনায়ক কেন উইলিয়ামনকে রান আউটের দারুণ এক সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু মুশফিক আগে স্টাম্পের বেল ফেলে দেওয়ায় আউটটা হয়নি।

নিউজিল্যান্ড এখানেই এগিয়ে গেছে। মুশফিককে তারা রান আউট করেছে। পুরো ম্যচে দুর্দান্ত ফিল্ডিং করেছে। সুযোগ পেয়ে উইলিয়ামসন ও রস টেইলর ১০৫ রানের জুটি গড়েন। কেন ফেরেন ৪০ রান করে। রস টেইলর ৮২ রানের দারুণ এক ইনিংস খেলে আউট হন। তার আগে টম ল্যাথামকে শূন্য রানে ফেরান মিরাজ। ম্যাচ ফিফটি ফিফটি হয়ে যায়। পরে আবার মোসাদ্দেক উইকেট তুলে নেন। বাংলদেশ দলের তিন স্পিনার সাকিব-মিরাজ এবং মোসাদ্দেক দুটি করে উইকেট নেন। ইনিংসের ৪৪ এবং ৪৭ ওভারে দুই উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে দেন সাইফউদ্দিন। কিন্তু শেষ দুই উইকেট তুলে নিতে পারেননি তারা।

২০১৫ বিশ্বকাপেও কিউইদের বিপক্ষে এমনই এক আফসোসের হার মেনে নিতে হয় টাইগারদের। সেবার বাংলাদেশ মাত্র ৩ উইকেটে হারে। শেষ ৬ বলে ১২ রান করে বের করে আনেন ম্যাচ।  সেবার সাকিব ৪ উইকেট নেন। মাহমুদুল্লাহর সেঞ্চুরি বৃথা যায় গাপটিলের সেঞ্চুরির কাছে। এবার বাংলাদেশের দুর্দান্ত ক্যাম ব্যাক বৃথা গেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর