রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

বরিশাল সিটির দুটি ওয়ার্ড লকডাউন সিদ্ধান্ত

রিপোর্টারের নাম / ২৪৯ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১৯ জুন, ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাস বরিশাল নগরীতে সর্বত্র বিস্তার করায় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে এবার উদ্যোগী হয়েছে সিটি কর্পোরেশন। শহরের ৩০টি ওয়ার্ডের ২৭টি রেড জোন হিসেবে চিহ্নিত হয়েছে। তবে বেশি মাত্রায় ঝুঁকিপূর্ণ দুটি ওয়ার্ডকে পুরোপুরি লকডাউনের আওতায় নিয়ে আসার ঘোষণা দেওয়া হয়েছে। ১২ ও ২৪ নম্বর ওয়ার্ড দুটি শীঘ্রই লকডাউনে রুপ নেবে।

বৃহস্পতিবার (১৮ জুন) সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরিশাল প্রশাসনের শীর্ষসারির কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে আলোচনা পরবর্তী দুটি ওয়ার্ডকে লকডাউন করার সিদ্ধান্ত নেন। পর্যায়ক্রমে রেড জোনে অন্তর্ভুক্ত বাকি ওয়ার্ডসমুহ পরিস্থিতি অনুমানে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন। রাতে এমন বার্তা সংবাদমাধ্যমকে প্রেস বিজ্ঞপ্তিতে সিটি কর্পোরেশন নিশ্চিত করে।

উল্লেখ্য, সম্প্রতি করোনার ব্যাপক বিস্তারে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল নগরীকে রেড জোন হিসেবে চিহ্নিত করে। এবং তিনটি ওয়ার্ড ব্যতিত বাকি ২৭টি কে ঝুঁকিপূর্ণ ঘোষণা দেয়।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: মতিউর রহমান জানান, করোনা মহামারিতে সরকারের জোন ভিত্তিক নিষেধাজ্ঞা জারির নির্দেশনা বাস্তবায়নে বিসিসি উদ্যোগ নেয়। বৃহস্পতিবার দুপুর ৩টায় সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর সভাপতিত্বে ভিডিও কনফারেন্স সভায় বরিশাল বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার), বরিশাল ডি.জি.এফ.আই পরিচালক কর্ণেল জিএস মোঃ বাকের, শেখ হাসিনা সেনানিবাস ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল ফয়সাল আবেদী হাসান, র‌্যাব-৮ এর কমান্ডিং অফিসার আতিকা ইসলাম বিপিএম, বরিশাল এন.এস.আই যুগ্ম পরিচালক অসিত বরন সরকার, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস, সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন, বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার জি.এম স্বপন কুমার দাস এবং বিআইডব্লিউটিএ বরিশালের যুগ্ম পরিচালক মোঃ আজমল হুদা মিঠু সরকার যুক্ত ছিলেন।

সিটি কর্পোরেশনের প্রেরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রেড জোন চিহ্নিত ওয়ার্ড সমূহে জনসাধারণের চলাচলে সীমাবদ্ধতা এবং জনগণের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়া হবে। প্রথম দফায় ১২ ও ২৪ নম্বর ওয়ার্ড পুরোপুলি লকডাউন এবং পরবর্তীতে বাকি ২৫টি ওয়ার্ডকেও এর আওতায় নিয়ে আসা হবে। তবে ওয়ার্ড দুটিতে কবে নাগাদ পুরোপুরি লকডাউন কার্যকর হচ্ছে সে বিষয়ে কিছু উল্লেখ না থাকলেও শীঘ্রই জানানোর কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর