বরিশাল শেরেবাংলা মেডিকেলে করোনা রোধে জীবানুমুক্ত করতে ৩টি ডিজইনফেক্টর চেম্বার বসানো হয়েছে। আজ (২৩ই) মে শনিবার সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষ থেকে এই চেম্বার উদ্বোধনকালে হাসপাতালের পরিচালকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া মেয়র আধুনিক তিনটি টেপ দিয়েছেন যাতে করে হাসপাতালে থাকা রোগিরা স্বজনদের সাথে সরাসরি কথা বলতে পারেন।

 

এসময় সিটি মেয়র বলেন, শেরেবাংলা হাসপাতলের মাঝের গেট, জরুরী বিভাগের সামনে ও করোনা ওয়ার্ডের প্রবেশ দ্বারে এই চেম্বার বসানো হয়েছে এবং পর্যায়ক্রমে অন্য প্রতিষ্ঠানেও দেয়া হবে। যাতে করে করোনার বিস্তার রোধ করা যায়।

 

এসময় হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন বলেন, এই চেম্বার দেয়ার ফলে হাসপাতালে প্রবেশের সময় জীবানু মুক্ত হয়ে প্রবেশ করতে পারবে বলে চিকিৎসা কার্যক্রমে সাথে যুক্তরা নিরাপদ থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here