সর্বশেষ আপডেট
কীর্তনখোলায় গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ
শনিবার দুপুরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু সংলগ্ন এই নদীতে নিখোঁজ হয় নিপু আক্তার (১০)।
নিপু নগরীর রুপাতলী গ্যাস্টারবাইন এলাকার সৌদী প্রবাসী নিজাম হাওলাদারের মেয়ে এবং দক্ষিণ রুপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। তাকে উদ্ধারের জন্য কীর্তনখোলা নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।
নিখোঁজ শিশুর মামা শহিদুল সিকদার বলেন, বাবা প্রবাসে থাকায় তার ভাগ্নি নিপু নানা বাড়ি দপদপিয়া সেতুর কীর্তনখোলা নদী তীর সংলগ্ন মোল্লা বাড়ি সড়কের সিকদার বাড়িতে থাকে। শনিবার দুপুর ২টার দিকে সে কীর্তনখোলায় গোসল করতে নামে। এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি। তবে নদী তীরে তার পোশাক পড়ে ছিল।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক আহমেদ বলেন, বিকেল ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ডুবুরি দল পাঠানো হয়েছে। কীর্তনখোলায় উদ্ধার অভিযান চলছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর







