প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে। আজ ১০ মে রবিবার দুপুর ১২ টার দিকে বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে নগরীর চরকাউয়া খেয়া ঘাট এলাকার কর্মহীন মাঝি-মাল্লার দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান। সিনিয়র গভর্নর বাংলাদেশ মানবাধিকার কমিশন মাহমুদুল হক খান মামুন, প্রথম সকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী আল মামুনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এসময় প্রত্যেককে নিত্য প্রয়োজনীয় বাজার ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ করা হয়। এসময় তাদেরকে আহবান জানান হয়, সবাই ঘরে থাকবো প্রশাসনকে সহযোগিতা করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো প্রয়োজন ব্যতীত ঘরের বাহিরে যাবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here