শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
বরিশালের নতুন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বরিশালের নতুন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান র‌্যাঙ্কিংয়ে এগোতে ক্যারিবীয় সিরিজে বাংলাদেশকে যা করতে হবে জুলাই সনদ স্বাক্ষরের আগে ভাঙচুর-আগুন, ৯০০ জনের বিরুদ্ধে মামলা ‘জুলাই সনদে স্বাক্ষরকারীরা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে’ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন যেসব নেতা জুলাই সনদ স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা জুলাই সনদের দিকনির্দেশনা ভবিষ্যৎ বাংলাদেশকে পরিচালনা করবে : আলী রীয়াজ গণঅভ্যুত্থানের ফসল ‘জুলাই সনদ’, নবজন্মের পথে বাংলাদেশ : ড. ইউনূস ক্যান্সার দূরে রাখার ৬ উপায়

শ্রীলংকার বিপক্ষে আসছে এক পরিবর্তন, পায়ের ব্যথায় অনিশ্চিত সাকিবও!

রিপোর্টারের নাম / ৩৪৭ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ১১ জুন, ২০১৯

দল সাফল্য না পেলে কথা হবেই। হচ্ছেও। নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের কাছে হারের পর নানা সমালোচনার ভিড়ে ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরমেন্স নিয়েও হচ্ছে চুলচেরা বিশ্লেষণ।

কার পারফরমেন্স কেমন? কে কত রান করছেন? কার ঝুলিতে কত উইকেট? এসব খুঁটিনাটি বিষয়ও উঠে আসছে। তামিম, রিয়াদ, মিরাজ আর মিঠুনের পারফরমেন্স নিয়েও কথা হচ্ছে। এমনকি পেসার সাইফউদ্দীনকে পরিবর্তনের প্রস্তাবও আসছে জোরে সোরে। এর মধ্যে মিঠুনকে বাদ দেয়ার দাবিটা একটু বেশিই।

 

পেসার রুবেল, লিটন দাসকে খেলানোর দাবিই উঠছে বেশি। আবার কারো কারো মত, সাব্বিরকে খেলানো উচিৎ। দলে পরিবর্তনের কথা উঠলো টাইগার অধিনায়ক মাশরাফির সংবাদ সম্মেলনেও। দলে কি রদবদল ঘটবে? আপনারা কি একাদশে পরিবর্তনের কথা ভাবছেন?

মাশরাফি অবশ্য কুটনৈতিক ভাষায় জবাব দিয়ে পাশ কাটিয়ে গেলেন বিষয়টা। বলেছেন, ‘আসলে একাদশ তো আর আমি একা ঠিক করি না। আমার একার মতেও দল তৈরি হয় না। সবাই মিলে, মানে টিম ম্যানেজমেন্টের সাথে বসে তারপর দল চূড়ান্ত করা হয়। আমরা প্র্যাকটিস শেষে বসে ঠিক করবো দল।’

অধিনায়ক মাশরাফি পরিষ্কার করে কিছু না বললেও ভিতরের খবর ভিন্ন। দলে পরিবর্তনের আভাস মিলেছে। তবে সেটা টপ অর্ডারে নয়। মিডল অর্ডারে। মোহাম্মদ মিঠুনকে সম্ভবত একাদশের বাইরে যেতে হচ্ছে। প্রথম দুই ম্যাচে সেট হয়েও বিশের ঘরে আউট হওয়া আর ইংল্যান্ডের বিপক্ষে উইকেটে গিয়ে লেগ-স্পিনার আদিল রশিদের বলে জায়গায় দাঁড়িয়ে শট খেলে শূন্য রানে ফেরা মিঠুনের ভাগ্য বিপর্যয় ঘটার সম্ভাবনা খুব বেশি।

তাকে বাদ দিয়ে লিটন দাসকে খেলানোর চিন্তা ভাবনা চলছে এবং সম্ভবত লিটনই মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবেন। মিঠুনকে বসে থাকতে হবে সাইড বেঞ্চেই।

এদিকে শুধু একটি রদবদলই নয়। দলে আরও ছোট-খাট ইনজুরি আছে। পায়ের ব্যাথায় ভুগছেন সাকিব আল হাসান। অধিনায়ক মাশরাফিরও হ্যামস্ট্রিংয়ে সমস্যা। তবে এর কোনোটাই তেমন গুরুতর নয় বলে জানা গেছে।

ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জাগো নিউজকে জানিয়েছেন, ‘মাশরাফির খেলা নিয়ে সংশয় নেই। একটু সমস্যা থাকলেও মাশরাফি খেলবে। তবে সাকিবের পায়ে ব্যাথা আছে। সাকিব খেলবেই এমন নিশ্চয়তা দিতে পারছি না। তবে সাকিবের খেলা অনিশ্চিত, তাও বলবো না। দেখা যাক কি হয়

এর বাইরে খালেদ মাহমুদ আর কিছু না বললেও হাব-ভাবে বুঝিয়ে দিয়েছেন ব্যাথা থাকলে সাকিবের খেলার সম্ভাবনাও কম। সাকিব আজ প্র্যাকটিস করেননি এবং সেটা যে বিশ্রামে থাকার জন্য নয়, পায়ের ব্যাথায়- তা ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের কথায় হলো পরিষ্কার। এখন আজ রাতের মধ্যে ব্যাথা না কমলে মুশকিল।

বাংলাদেশ দলের প্রাণ ও চালিকাশক্তি সাকিব আছেন ফর্মের চুড়ায়। তিন ম্যাচে ২৬০ রান করে এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রহকারীও তিনি। তামিম, মাহমুদউল্লাহর অনুজ্জ্বলতায় একাই যা করার করছেন সাকিব।

মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিবই হতে পারেন অধিনায়কের সবচেয়ে বড় অস্ত্র। যদি শেষ মুহূর্তে সাকিব খেলতে না পারেন, সেটা হবে অনেক বড় ধাক্কা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর