সর্বশেষ আপডেট
ভোলায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
ভোলা প্রতিনিধি ॥ করোন উপসর্গ নিয়ে ভোলা সদর হাসপাতালের আইসোলেসন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মো. ইউনূছ হাওরাদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সিভিল সার্জন রতন কুমার ঢালী এর সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, তার বাড়ি দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে। বৃহস্পতিবার ইউনূছ হাওলাদার জ্বর, সর্দি ও কাশি নিয়ে সদর হাসপাতালে আসলে তাকে করোন আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে শনিবার সকালে বৃদ্ধ মৃত্যু বরণ করেন। তার নমুনা সংগ্রহ করে বরিশাল পাঠানো হয়।
সিভিল সার্জন অফিস সূত্রে জান যায়, ভোলা জেলায় করোনা সন্দেহে এযাবৎ ২৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২২৩ জনের ফলাফল এ ২২১ জন নেগেটিভ দুজন পজিটিভ। ৩৫ জনের ফলাফল এখনো পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর







