বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

বরিশালে বেশি দামে মুড়ি বিক্রি করায় দোকানীকে জরিমানা

রিপোর্টারের নাম / ২২৭ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

পবিত্র রমজান উপলক্ষে বিশেষ বাজার মনিটরিং, নিরাপদ শারীরিক দূরত্ব নিশ্চিত, গণজমায়েত বন্ধে বরিশাল নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

 

সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় শনিবার (২৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বাজার রোড, চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা।

 

অভিযানে দোকানে মূল্য তালিকা না থাকা ও অধিক দামে নিত্যপণ্য বিক্রয়ের অপরাধে নগরের বিজয় স্টোরকে ২০০০ টাকা ও আলমগীর স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

 

পরে নগরের অমীত সাহা নামে এক ব্যক্তি তার দোকানে প্রতি কেজি ৯০ টাকার মুড়ি ১৪০ টাকা বিক্রয় করায় ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

 

এরপর পলাশ নামে অপর এক ব্যক্তিকে অহেতুক দোকান খোলা রেখে জনসমাগম করায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।

 

পাশাপাশি চলমান করোনা ভাইরাস সংক্রান্ত উদ্বেগজনক পরিস্থিতির সুযোগ নিয়ে দ্রব্যমূল্য না বাড়ানো ও অন্যয্য মুনাফা না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর