বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

বরিশাল ত্রাণের জন্য রাস্তায় নিম্ন আয়ের মানুষ

রিপোর্টারের নাম / ২৭০ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাস পরিস্থিতিতে বরিশাল নগরীতে কর্মহীন অসহায় পরিবারের মাঝে জনপ্রতিনিধি,প্রশাসন ও বিভিন্ন সংগঠনের খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।

আর এই সংকটময় সময়ে ত্রানের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বরিশাল সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ড কাউনিয়া বিসিক এলাকার শ্রমজীবী কর্মহীন কয়েক শত মানুষ । আজ বুধবার ১৫ এপ্রিল সকাল সাড়ে ১০ টার দিকে বিসিক সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ করে সাধারন মানুষ।

করোনাভাইরাসের কারনে বেকার হওয়া আন্দোলনরত নিম্ন আয়ের মানুষেরা অভিযোগ করেন ত্রান দেয়া নিয়ে স্থানীয় কাউন্সিলর আমির বিশ্বাস তাদের সাথে প্রতারনা করেছে। কাউন্সিলর ১৫ দিন পূর্বে তাদের কাছ থেকে
ত্রান দেয়ার কথা বলে ভোটার আইডিকার্ডের ফটোকপি নিয়েছিল। তার পরে আর দেখা করেনি।

বিক্ষুব্ধ জনতারা আরও অভিযোগ করেন ২০-২৫ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত জনপ্রতিনিধি বা জেলা প্রশাসনের পক্ষ থেকে (তাদের কোন সহযোগীতা করা হয়নি। ফলে পরিবার পরিজন নিয়ে অনেকটা অভূক্ত দিন কাটাতে হচ্ছে তাদের। তাই নিরুপায় হয়ে রাস্তায় নেমেছে এই অসহায় পরিবার গুলো।

পরে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোব্ধ জনতাকে ত্রান পাওয়ার আশ্বাস দিলে স্থান ত্যাগ করে আন্দোলনকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর