সর্বশেষ আপডেট
বরিশালের বাবুগঞ্জে চাল ওজনে কম দেয়ায় বাবুগঞ্জে দুই ইউপি সদস্যকে কারাদণ্ড
বাবুগঞ্জ প্রতিনিধিঃ জেলেদের জন্য বরাদ্ধকৃত চাল ওজনে কম দেওয়ার অপরাধে বরিশালের বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়ন পরিষদের ২ মেম্বরকে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার সন্ধ্যার পরে উপজেলা নির্বাহী অফিসার সুজিত হালদার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের এই কারাদন্ডাদেশ প্রদান করেন। এর আগে বরিশাল র্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের আটক করেন।
অভিযানে দলের প্রধান র্যাব-৮ কর্মকর্তা বলেন অভিযোগ পেয়ে আমরা বুধবার বিকেল থেকে কেদারপুর ইউনয়নে একাধিক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান পরিচালনা করি। এসময় রোকন ও জাকির নামের দুই ইউপি সদস্যকে আটক করি।
তারা প্রত্যেক জেলেকে (৪০ কেজির বদলে ৩০ কেজি) চাল দিয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হালদার দুই ইউপি সদস্যকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর







