সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

পিরোজপুরে স্কুল ছাত্রীসহ সিরিয়াল ধর্ষক রানা গ্রেফতার

রিপোর্টারের নাম / ২৮৮ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

পিরোজপুরের কাউখালীতে জরুরী কথা আছে বলে রাস্তা থেকে বাসায় ডেকে নিয়ে ৯ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে (১৪) জোরপূর্বক ধর্ষণ করার প্রধান আসামী আমিনুল হক রানাকে পুলিশ গ্রেফতার করেছে।

 

বুধবার সকালে কাউখালী উপজেলার পাশ্ববর্তী এলাকার গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মজিবুর রহমান, ওসি (তদন্ত) রেজাউল করিম রাজিবের নেতৃতে ভান্ডারিয়া থানার উত্তর ভিটাভাড়িয়া থেকে গ্রেফতার করে কাউখালী থানায় নিয়ে আসে।

 

ওসি (তদন্ত) জানান, ইতিপূর্বে তার বাড়িতে অভিযান চালিয়ে দুটি খেলনা পিস্তর উদ্ধার করা হয়েছিল। এছাড়া তার সাথে থাকা মোবাইলে অনেক নারীর সাথে অবৈধ মেলামেশার ছবি ও ভিডিও পাওয়া যায়। জগৎ রানা সে একসময় ঢাকা সদর ঘাট এলাকার শ্রমিক দলের নেতা ছিলেন।

 

জানাযায়, গত শুক্রবার দুপুরে উপজেলার দাশেরকাঠী গ্রামের মেয়ে এস, বি সরকারী বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী নানা বাড়ি যাবার পথে ধর্ষক আমিনুর ইসলাম রানা জোর পূর্বক তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। ওই দিন রাতেই মেয়ের মা শেফালী বেগম বাদী হয়ে কাউখালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর