রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:০০ অপরাহ্ন

‘ঢাকা থেকে’ পটুয়াখালীতে শ্বশুরবাড়ি এসে মারা গেলেন জামাই

রিপোর্টারের নাম / ১৪৮ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

পটুয়াখালীর বাউফলে শ্বশুরবাড়িতে এসে করোনাভাইরাসের উপসর্গ জ্বর ও শাসকষ্ট নিয়ে এক জামাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার রাত ১২টার দিকে এ মৃত্যুর পর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মহাশ্রাদ্ধি গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছেড়িয়ে পড়ে। তিনি কয়েকদিন আগে স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে আসেন বলে জানিয়েছে এলাকাবাসী।

৪৫ বছর বয়সী মৃতের বাড়ি একই জেলার গলাচিপা উপজেলার বকুলবাড়ীয়া ইউনিয়নের পশ্চিম বাতাবুনিয়া গ্রামে।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন সাংবাদিকদের জানান, করোনাভাইরাসে আক্রান্ত রোগী মারা যাওয়ার পরে যে প্রক্রিয়ায় লাশ দাফন করা হয় তার লাশও একই প্রক্রিয়ায় দাফন করা হয়েছে।

“ওই ব্যক্তির সংস্পর্শে যারা ছিলেন, তাদের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার ব্যবস্থা করা হয়েছে।”

মৃতের স্বজনদের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হলে গোটা এলাকা লকডাউন করা হবে বলেও জানান ইউএনও।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, পাঁচ দিন আগে স্ত্রী ও সন্তান নিয়ে ঢাকা থেকে মহাশ্রাদ্ধি গ্রামের শশুরবাড়িতে আসেন ওই ব্যক্তি। গত রোববার থেকে তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। করোনাভাইরাসের আতঙ্কে ওই ব্যক্তি ঘর থেকে বের হননি। স্থানীয় দোকান থেকে ওষুধ কিনে খেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর