বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

দুদক পরিচালকের মৃত্যুতে বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশনের শোক

রিপোর্টারের নাম / ২৬০ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

দুর্নীতি দমন কমিশন এর পরিচালক এবং বিসিএস (প্রশাসন) ক্যাডার এর সদস্য জালাল সাইফুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশন। এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার ও সাধারন সম্পাদক খোরশেদ আলম খাস্তগীর সোমবার এক যুক্ত বিবৃতিতে বলেন, তাঁর অকাল মৃত্যুতে শোকাভিভুত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশন।

সেখানে বলা হয়, জালাল সাইফুর রহমান সরকারের একজন দক্ষ, সৎ এবং পরিশ্রমী কর্মকর্তা ছিলেন। বিসিএস ২২ (বাইশ) ব্যাচের উপসচিব পর্যায়ের এই কর্মকর্তা সুনামের সাথে এই পর্যন্ত তাঁর কর্মকাল অতিক্রম করেছেন। তাঁর অকাল মৃত্যুতে প্রজাতন্ত্রের একজন মেধাবী কর্মকর্তার সেবা থেকে দেশ বঞ্চিত হল। সর্বোপরি, তাঁর প্রয়াণে পরিবারে যে অসীম শূন্যতা তৈরি হয়েছে তাতে বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা, সহমর্মিতা এবং একাত্মতা প্রকাশ করছে। এই সংকটময় সময়ে বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশন সাইফুরের পরিবারের পাশে আছে এবং তাঁর পরিবারকে মানসিক ও অন্যান্য সমর্থন প্রদানে সাধ্যমত প্রচেষ্টা করবে। একই সঙ্গে প্রয়োজনীয় সরকারী সহযোগিতা নিশ্চিতকল্পে এসোসিয়েশনের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর