বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন

মুক্তিযুদ্ধের নাটক নিয়ে দেশ ঘুরবে বরিশালের শব্দাবলী

রিপোর্টারের নাম / ২৯১ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ৯ জুন, ২০১৯

দেশের ৮ টি বিভাগ ঘুরে মুক্তিযুদ্ধের নাটক মঞ্চস্থ করবে নাট্য সংগঠন শব্দাবলী গ্রুপ থিয়েটার। মুক্তিযুদ্ধের এক বিরঙ্গনার গল্প গাঁথা নিয়ে নির্মিত শব্দাবলীর ৬৬ তম প্রযোজনার নতুন নাটক বৈশাখিনী মঞ্চস্থ হবে দেশের প্রতিটি বিভাগীয় শহরে।

নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করতেই এমন প্রয়াশ বলে জানিয়েছে নাট্যদলটি। আগামী ১২ জুন বরিশাল বিভাগের ভোলা জেলা শিল্পকলা একাডেমীতে বৈশাখিনী নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে শুরু হবে এই নাটকের দেশ ভ্রমনের কর্যক্রম এর পর একই বিভাগের পটুয়াখালী , বড়গুনা মঞ্চস্থ করা হবে নাটকটি।

বরিশাল বিভাগ শেষে বৈশাখিনী মঞ্চস্থ হবে সিলেট , রাজশাহী , চট্টগ্রাম , খুলনা , রংপুর , ময়মনসিংহ ও ঢাকা বিভাগে।

নাটকটি মূল গল্প লিখেছেন ভারতের প্রখ্যাত নাট্যকার চন্দন সেন ,নবনাট্য রূপ দিয়েছেন ড.মাহফুজা হিলালী ,নির্দেশনা দিয়েছেন সৈয়দ দুলাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর