মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের পাশে দাঁড়ালেন বরিশাল জিলা স্কুলের এসএসসি ১৪ ব্যাচ

রিপোর্টারের নাম / ৩৩০ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে বরিশাল সরকারি জিলা স্কুলের এসএসসি ২০১৪ সালের ব্যচের শিক্ষার্থীরা।

 

পিছিয়ে নেই বাংলাদেশ মানবাধিকার কমিশনের বরিশাল মহানগর মহিলা মানবাধিকার কমিটি এবং পাশাপাশি সমাজসেবার পক্ষ থেকে বরিশাল সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ।

 

আজ (২ এপ্রিল) বৃহস্পতিবার সকালে জিলা স্কুলের গেট, বরিশাল কলেজ সংলগ্ন এলাকা সহ বিভিন্ন এলাকায় বরিশাল সরকারি জিলা স্কুলের এসএসসি ২০১৪ সালের ব্যচের শিক্ষার্থীদের আয়োজনে ১২১ জন কর্মহীন খেটে-খাওয়া দুস্থ ও অসহায় মানুষদের মাঝে ঘরে ঘরে গিয়ে ৫ দিনের নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

 

এসময় বরিশাল জিলা স্কুলের এসএসসি ২০১৪ সালের ব্যচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান বলেন, সবাই ঘরে থাকবো প্রশাসনকে সহযোগিতা করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো প্রয়োজন ব্যতীত বাহিরে বের না হবার আহবান জানান।

 

এছাড়াও জিলা স্কুলের এসএসসি ২০১৪ সালের ব্যচের শিক্ষার্থীদের আয়োজনে স্কুলের গেটের সামনে সকলের হাত ধোয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর