বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

রোববার বিটিআরসিকে ১ হাজার কোটি টাকা দিচ্ছে গ্রামীণফোন

রিপোর্টারের নাম / ২১৪ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এক হাজার কোটি টাকা পরিশোধ করবে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী রোববার (২৩ ফেব্রুয়ারি) এ টাকা দিচ্ছে দেশের শীর্ষ এ মোবাইল ফোন কোম্পানিটি।

শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায় গ্রামীণফোন। সেখানে বলা হয়, গ্রামীণফোন বাংলাদেশের আইনি পদ্ধতিকে সম্মান করে। সেইসঙ্গে বিটিআরসির ‘চাপ’ থেকে আদালতের সুরক্ষাও প্রত্যাশা করেছে গ্রামীণফোন।

উল্লেখ্য, বিটিআরসির নিরীক্ষা দাবির সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে গ্রামীণফোনকে সোমবারের (২৪ ফেব্রুয়ারি) মধ্যে ১০০০ কোটি টাকা পরিশোধ করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) গ্রামীণফোনের করা রিভিউ আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারকের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। সেইসঙ্গে পরবর্তী আদেশের জন্য ২৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর