রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
বরিশালের নতুন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বরিশালের নতুন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান র‌্যাঙ্কিংয়ে এগোতে ক্যারিবীয় সিরিজে বাংলাদেশকে যা করতে হবে জুলাই সনদ স্বাক্ষরের আগে ভাঙচুর-আগুন, ৯০০ জনের বিরুদ্ধে মামলা ‘জুলাই সনদে স্বাক্ষরকারীরা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে’ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন যেসব নেতা জুলাই সনদ স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা জুলাই সনদের দিকনির্দেশনা ভবিষ্যৎ বাংলাদেশকে পরিচালনা করবে : আলী রীয়াজ গণঅভ্যুত্থানের ফসল ‘জুলাই সনদ’, নবজন্মের পথে বাংলাদেশ : ড. ইউনূস ক্যান্সার দূরে রাখার ৬ উপায়

বাংলাদেশের কাছে হারার খবর যেভাবে ছাপাচ্ছে ভারতের মিডিয়া

রিপোর্টারের নাম / ২৫৯ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ ভারতকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ। এ অর্জনে বিশ্বক্রিকেটের প্রশংসায় ভাসছে টাইগার যুবারা। কিংবদন্তি ক্রিকেট তারকারাও এ জয়কে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের শ্রেষ্ঠ অর্জন বলে মনে করছেন।

দেশের জাতীয় দলের ক্রিকেটার থেকে শুরু করে স্যার ভিভ রিচার্ডস, ইয়ান বিশপ, জেপি ডুমিনি, হরভজন, সিং, মোহাম্মদ কাইফ, ইরফান পাঠান, হার্শা ভোগলে, শোয়েব মালিকরা প্রশংসায় ভাসাচ্ছেন আকবর আলীদের।

বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়ের খবর শিরোনাম হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও। এ নিয়ে সরব ভারতের মিডিয়াগুলো। সাধারণত বাংলাদেশকে খাটো করে দেখা কিংবা অবমূল্যায়িত করার একটা প্রবণতা দেখা যায় ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে। এবার খোদ ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার খবর কিভাবে ছাপাচ্ছে ভারতের পত্রপত্রিকাগুলো, চলুন দেখে নিই একনজরে-

কলকাতা টোয়েন্টিফোর ডটকম শিরোনাম করেছে- ‘গতবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ’। এই সময় শিরোনাম করেছে, ‘বাংলাদেশ বিশ্বজয়ী’। তারা আরো একটি প্রতিবেদনের শিরোনামে লিখেছে ‘ইতিহাস লিখলেন ১১ বাঙালি, ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্বজয়ী বাংলাদেশ’।

আনন্দবাজার পত্রিকা তাদের অনলাইন সংস্করণে বাংলাদেশের জয় ছাপিয়ে সামনে এনেছে ম্যাচ শেষে অল্পস্বল্প হাতাহাতির বিষয়টি। খবরের শিরোনাম করেছে- ‘প্রায় হাতাহাতিতে শেষ হল দ্বৈরথ’।

ভারতের আরেক শীর্ষ গণমাধ্যম হিন্দুস্থান টাইমস শিরোনাম করেছে- ‘Bishnoi’s heroics in vain as Bangladesh beat India to clinch maiden U19 World Cup title.’ (বৃথা গেল বিষ্ণোইর নায়কোচিত প্রচেষ্টা, ভারতকে হারিয়ে বাংলাদেশের প্রথম শিরোপা জয়)।

‘Bangladesh Beat India To Win Maiden Under-19 World Cup Title’ (ভারতকে হারিয়ে বাংলাদেশের প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জয়)- এমন শিরোনাম করেছে এনডিটিভি।

অন্যদিকে টাইমস অব ইন্ডিয়ার খবরের শিরোনাম- ‘Bangladesh beat India to win maiden ICC U-19 World Cup title.’ (ভারতকে হারিয়ে বাংলাদেশের প্রথম আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জয়)।

ম্যাচ শেষে হাতাহাতির বিষয়টি সবচেয়ে বড় করে সামনে এনেছে ইন্ডিয়া টুডে। তারা শিরোনাম করেছে- ‘U19 WC: Priyam Garg holds Bangladesh players responsible for ugly scuffle after final.’ (ফাইনাল শেষে হাতাহাতির জন্য প্রিয়াম গার্গ বাংলাদেশের খেলোয়াড়দের দুষেছেন।’

যুব বিশ্বকাপ নিয়ে একাধিক প্রতিবেদন করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। এক প্রতিবেদনের শিরোনাম এরকম- ‘Neighbourhood heroes.’ (প্রতিবেশী নায়কেরা)। অপর একটির শিরোনামে লিখেছে- ‘Wonderful story of Bangla cricket.’ (বাংলা ক্রিকেটের বিস্ময়কর গল্প)।

দ্য টেলিগ্রাফ ভারতকে কাঁদিয়ে বাংলাদেশের বিশ্বজয়কে শিরোনাম করেছে এভাবে- ‘Heartbreak for India boys.’(হৃদয় ভাঙল ভারতের ছেলেদের)। তবে বাংলাদেশের কাছে ভারতের হার নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি দ্য হিন্দু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর