শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন

বরিশালে ঐতিহ্যবাহী ব্রজমোহন কলেজে সংস্কৃতি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব ১৪২৬ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১১৭ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০

আজ ১৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টার দিকে সাংস্কৃতিক সংগঠন সংস্কৃতি পরিষদের আয়োজনে। বরিশালের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি ব্রজমোহন কলেজের মুক্তমঞ্চে। বসন্ত উৎসব ১৪২৬ এর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি পরিষদের সভাপতি উৎপল হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ গোলাম কিবরিয়া, সাবেক অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল স ম ইমানুল হাকিম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক অলক কুমার সাহা, কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল-আমিন সরোয়ার, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সহসভাপতি মিন্টু কুমার করসহ সংস্কৃতি পরিষদের সদস্য, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, শীতের জরাজীর্ণতাকে পেছনে ফেলে মানবমনের নতুনকে বরণ করার উৎসব হচ্ছে বসন্ত। উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নানা আয়োজনে সারা দেশে আয়োজন করা হচ্ছে বসন্ত উৎসব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত সৃজনশীল বাংলাদেশ বিনির্মাণে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরে সংস্কৃতি পরিষদের সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর