সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

বরিশাল বোর্ডে গণিত পরীক্ষায় অনুপস্থিত ৫৮৬, বহিষ্কার ২৪

রিপোর্টারের নাম / ৩১৫ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার গণিত বিষয়ে ৫৮৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

পাশাপাশি ভোলা জেলায় ছিলেন পাঁচ জন, বরগুনায় দু’জন, পটুয়াখালীতে পাঁচ জন, ঝালকাঠিতে চারজন, বরিশালে আট জনসহ মোট ২৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

 

বরিশাল শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গণিত পরীক্ষায় অনুপস্থিত ছিল ভোলা জেলায় ১১১ জন, বরগুনায় ৬৮ জন, পটুয়াখালীতে ১৩৪ জন, পিরোজপুরে ৫১ জন, ঝালকাঠিতে ৫০ ও বরিশালে ১৭২ জন। এর ফলে গণিত পরীক্ষায় মোট ১ লাখ ৭ হাজার ৯২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৭ হাজার ৩৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

 

ব‌রিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলায় এসএসসি পরীক্ষায় এবছর মোট ১ হাজার ৪২৮টি বিদ্যালয় থেকে ১ লাখ ১৩ হাজার ৮৩ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করছে। যা গত বছরের থেকে ৫ হাজার ৫০৮ জন বেশি। আর মোট পরীক্ষার্থীর মধ্যে অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে ২৩ হাজার ৪০৯ জন। যা মোট পরীক্ষার্থীর প্রায় ২১ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর