বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত
আজ ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ টার দিকে, বিভাগীয় তথ্য অফিস বরিশাল এর আয়োজনে। অমৃত লাল দে মহাবিদ্যালয় মিলনায়তনে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের ইতিহাস নিয়ে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ অমৃত লাল দে মহাবিদ্যালয়, সুভাষ চন্দ্র পালস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, উপ-পরিচালক বিভাগীয় তথ্য অফিস বরিশাল মোঃ আমিরুল আজম, সদস্য পরিচালনা পরিষদ অমৃত লাল দে মহাবিদ্যালয় বিজয় কৃষ্ণ দে, সদস্য পরিচালনা পরিষদ অমৃত লাল দে মহাবিদ্যালয় মো আনোয়ার হোসেনসহ আরো উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষার্থী ও তাদের অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বীর প্রতীক কে এস এ মহিউদ্দীন মানিক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর দ্বারা সংঘটিত বিভিন্ন নৃশংস ঘটনা, মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা, প্রতিরোধ যুদ্ধের সেইসব দিনগুলির স্মৃতিচারন করে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। প্রধান অতিথির বক্তৃতায় বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কোন গল্প নয়, ইতিহাসের নৃশংস জীবন্ত ঘটনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে বীর বাঙ্গালি যুদ্ধের ময়দানে প্রাণ বিসর্জনের মাধ্যমে এনেছিল স্বাধীনতার লাল সূর্য। পরে অমৃত লাল দে মহাবিদ্যালয়ের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্ণার এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস এম অজিয়র রহমান।