শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন

বরিশালে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০২০ নিয়ে লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৭৯ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০

আজ ৮ ফেব্রুয়ারি দুপুর ১২ টার দিকে। ব্লাস্ট এর আয়োজনে, কাশিপুর হাই স্কুল এন্ড কলেজ বরিশাল প্রাঙ্গণে। ইউএসএইড এর এক্সপান্ডিং পার্টিসিপেশন অব পিপল উইথ ডিজএবিলিটি প্রোগ্রাম প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০২০ লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞ আইনজীবী এডভোকেট মানবেন্দ্র বটব্যাল। বিশেষ অতিথি ছিলেন ব্লাস্ট সমন্বয়ক অ্যাডভোকেট শাহিদা সুলতানা, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, অধ্যক্ষ কাশিপুর হাই স্কুল এন্ড কলেজ মামুন-অর-রশিদসহ প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবক, আইনজীবী, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ফিতা কেটে লিগ্যাল এইড ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। পরে এক আলোচনা সভায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০২০ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। লিগ্যাল এইড ক্যাম্পে প্রতিবন্ধী ব্যক্তিদের লিগ্যাল এইড সেবা দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর